- বিশ্বের দীর্ঘতম নদী নীলনদ।
- চীনের রাজধানী বেইজিং।
- জাপানের রাজধানী টোকিও।
- পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ।
- ভারতের রাজধানী নয়াদিল্লী।
- সৌদি আরবের রাজধানী রিয়াদ।
- বৃহত্তম দ্বীপ গ্রীনল্যান্ড।
- পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ এশিয়া।
- পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ ওশেনিয়া।
- বৃহত্তম জেলা রাঙামাটি।
- ক্ষুদ্রতম জেলা নারায়ণগঞ্জ।
- জনসংখ্যা সর্বাধিক ঢাকা।
- জনসংখ্যা কম বান্দরবান।
- জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই আই কান।
- মৌলিক পদার্থের সংখ্যা- ১০৯টি।
- CNG- Compressed Natural Gas.
- সিলেট সুরমা নদীর তীরে অবস্থিত।
- চট্টগ্রাম কর্ণফুলী নদীর তীরে অবস্থিত।
- বাংলাদেশের দীর্ঘতম নদী সুরমা।
- কুল্লাপাথর সমাধি কসবা।
- ব্রাহ্মণবাড়িয়া মুক্তিযুদ্ধের অবস্থান- ২নং ও ৩নং।
- ব্রাহ্মণবাড়িয়া উপজেলা ৯টি- ব্রাহ্মণবাড়িয়া সদর; আখাউড়া; কসবা; বাঞ্ছারামপুর; সরাইল; নবীনগর; নাছিরনগর; আশুগঞ্জ ও বিজয়নগর।
- সর্ব দক্ষিণের উপজেলা টেকনাফ।
- কমলাপুর রেল স্টেশনের স্থপতি বব বুই।
- জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান।
- জাতীয় পতাকার মাপের অনুপাত ১০ ঃ ৬।
- মালদ্বীপ দেশে সেনাবাহিনী নাই।
- বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় বিহারিলাল চক্রবর্তীকে।
- পৃথিবীর বৃহত্তম দ্বীপ - গ্রিনল্যান্ড।
- বাঙ্গালিদের মধ্যে প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থ রচয়িতা- রাজা রামমোহন রায়।
- প্রথম ক্যাডেট কলেজ- ফৌজদারহাট ক্যাডেট কলেজ।
- শওকত ওসমানের আসল নাম- শেখ আজিজুর রহমান।
- প্রকৃতিতে সবচাইতে শক্ত পদার্থ - হীরা।
- বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন- কুদরত-ই-খুদা।
- বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে ৮ মিনিট ১৯ সেকেন্ড।
- সিডর অর্থ চোখ।
- বাংলাদেশের বৃহত্তম দ্বীপ - ভোলা।
- বাংলা ভাষায় যতি চিহ্নের প্রচলন করেন- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
Thursday, August 25, 2022
Subscribe to:
Post Comments (Atom)
বিশ্বের দীর্ঘতম নদী নীলনদ। চীনের রাজধানী বেইজিং। জাপানের রাজধানী টোকিও। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। ভারতের রাজধানী নয়াদিল্লী। সৌদি আর...
-
পৃথিবীর বৃহত্তম মহাদেশ- এশিয়া। প্রথম বাংলাদেশি হিসেবে শান্তিতে নোবেল পুরষ্কার পান- ড.মুহাম্মদ ইউনুছ (২০০৬)। রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে সাহ...
-
বিশ্বের দীর্ঘতম নদী নীলনদ। চীনের রাজধানী বেইজিং। জাপানের রাজধানী টোকিও। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। ভারতের রাজধানী নয়াদিল্লী। সৌদি আর...
No comments:
Post a Comment