Thursday, August 25, 2022


  1. বিশ্বের দীর্ঘতম নদী নীলনদ।
  2. চীনের রাজধানী বেইজিং। 
  3. জাপানের রাজধানী টোকিও। 
  4. পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। 
  5. ভারতের রাজধানী নয়াদিল্লী। 
  6. সৌদি আরবের রাজধানী রিয়াদ।
  7. বৃহত্তম দ্বীপ গ্রীনল্যান্ড।
  8. পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ এশিয়া।
  9. পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ ওশেনিয়া। 
  10. বৃহত্তম জেলা রাঙামাটি।
  11. ক্ষুদ্রতম জেলা নারায়ণগঞ্জ। 
  12. জনসংখ্যা সর্বাধিক ঢাকা।
  13. জনসংখ্যা কম বান্দরবান।
  14. জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই আই কান।
  15. মৌলিক পদার্থের সংখ্যা- ১০৯টি।
  16. CNG- Compressed Natural Gas.
  17. সিলেট সুরমা নদীর তীরে অবস্থিত।
  18. চট্টগ্রাম কর্ণফুলী নদীর তীরে অবস্থিত।
  19. বাংলাদেশের দীর্ঘতম নদী সুরমা।
  20. কুল্লাপাথর সমাধি কসবা।
  21. ব্রাহ্মণবাড়িয়া মুক্তিযুদ্ধের অবস্থান- ২নং ও ৩নং।
  22. ব্রাহ্মণবাড়িয়া উপজেলা ৯টি- ব্রাহ্মণবাড়িয়া সদর; আখাউড়া; কসবা; বাঞ্ছারামপুর; সরাইল; নবীনগর; নাছিরনগর; আশুগঞ্জ ও বিজয়নগর। 
  23. সর্ব দক্ষিণের উপজেলা টেকনাফ। 
  24. কমলাপুর রেল স্টেশনের স্থপতি বব বুই।
  25. জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান।
  26. জাতীয় পতাকার মাপের অনুপাত ১০ ঃ ৬।
  27. মালদ্বীপ দেশে সেনাবাহিনী নাই। 
  28. বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় বিহারিলাল চক্রবর্তীকে।
  29. পৃথিবীর বৃহত্তম দ্বীপ - গ্রিনল্যান্ড। 
  30. বাঙ্গালিদের মধ্যে প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থ রচয়িতা- রাজা রামমোহন রায়।
  31. প্রথম ক্যাডেট কলেজ- ফৌজদারহাট ক্যাডেট কলেজ।
  32. শওকত ওসমানের আসল নাম- শেখ আজিজুর রহমান।
  33. প্রকৃতিতে সবচাইতে শক্ত পদার্থ - হীরা।
  34. বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন- কুদরত-ই-খুদা।
  35. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
  36. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে ৮ মিনিট ১৯ সেকেন্ড। 
  37. সিডর অর্থ চোখ।
  38. বাংলাদেশের বৃহত্তম দ্বীপ - ভোলা।
  39. বাংলা ভাষায় যতি চিহ্নের প্রচলন করেন- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 

No comments:

Post a Comment

বিশ্বের দীর্ঘতম নদী নীলনদ। চীনের রাজধানী বেইজিং।  জাপানের রাজধানী টোকিও।  পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ।  ভারতের রাজধানী নয়াদিল্লী।  সৌদি আর...